আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচিত -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ডেক্সঃ

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নতুন কমিটিতে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নিবাচিত হয়েছে।

তবে দলটির নতুন কমিটিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে।

 

শনিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে অধিবেশনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।

 

♦নতুন কমিটিতে যারা রয়েছেনঃ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য হিসাবে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ।

 

আগে থেকেই প্রেসিডিয়াম সদস্য হিসাবে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, ড. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ,আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, কাজী জাফরুল্লাহ, আবদুল মতিন খসরু, পীযুষ কান্তি ভট্টাচার্য, ফারুক খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রয়েছেন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কমিটিতে রয়েছেন মাহবুব উল আলম হানিফ, ডা. দীপুমণি, হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম।

 

সাংগঠনিক সম্পাদক পদে মির্জা আজম, আহমদ হোসেন, এস এম কামাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বিএম মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

 

দপ্তর সম্পাদক হয়েছেন বিপ্লব বড়ুয়া।

 

প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান গোলাপ। আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু।

 

কোষাধ্যক্ষ পদে নতুন কারো নাম ঘোষণা করা হয়নি। এনএইচ আশিকুর রহমান এই পদে দায়িত্ব পালন করে আসছেন।

Please follow and like us: