জি এম অভি :
বর্ণাঢ্য আয়োজনে যশোরের খাজুরা বাজারে ইউনিটেক শো-রুম মারিয়াম ইলেকট্রনিক্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় বাজারের শিবের মোড়ে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন কোম্পানীর খুলনা ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম।
নতুন এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ইউনিটেক ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানীর যশোর এরিয়া ম্যানেজার জিয়াউর রহমান, যশোর কোতয়ালী মডেল থানার এসআই আব্দুল মতিন, ইউনিটেক পালবাড়ী শো-রুমে ম্যানেজার মাহবুবুর রহমান, মারইয়াম ইলেকট্রনিক্সের সত্বাধিকারী পারভেজ আহম্মেদ, ব্যবসায়ী আব্দুর রশিদ, শরিফুল ইসলাম ও বালুকণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্থানীয় লেবুতলা ইউনিয়নের দলেনগর গ্রামের মোজাহার বিশ্বাস শো-রুমটি থেকে প্রথম পণ্যটি (ফ্রিজ) ক্রয় করেন। যার মূল্য ৩২ হাজার টাকা। এ সময় কোম্পানীর উপস্থিত কর্মকর্তারা তার হাতে ফ্রিজটি তুলে দেন।