একাত্তর ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা।
কয়েকজন আহত হয়েছেন জানিয়ে ফায়ার সদরদফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, পুরান ঢাকার জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
Please follow and like us: