বসুন্দিয়ায় কর্মহীনদের মাঝে কাজী নাবিল আহমেদের ও চেয়ারম্যান রাসেলের ত্রানসামগ্রী বিতরন-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক : যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় গতকাল ১৪ জুলাই বুধবার বেলা সাড়ে ৩টায় বসুন্দিয়া মোড়স্থ্য পুরাতন মাছ বাজার চাতাল চত্বরে বসুন্দিয়া ইউনিয়নের ১২০জন কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চলমান করোনা পরিস্থিতিতে যথাসম্ভব সচেতনতার মধ্য দিয়ে ১২০জনের প্রত্যেককে ৫কেজি চাউল, ১ কেজি আলু, আধা কেজি ডাউল, আধা লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।

বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে ত্রান সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আনোয়ার হোসেন বিপুল।

শুরুতেই যশোর -৩আসনের এমপি কাজী নাবিল আহমেদ এর সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

বিশেষ অতিথি ছিলেন ২নং লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলীমুজ্জামান মিলন,সদর উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক ও ইছালী ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম মাজহার, সদর উপজেলা যুবলীগ নেতা জাফর ইকবাল,প্রেসক্লাব বসুন্দিয়া‘র নবাগত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

মুক্তিযুদ্ধ মঞ্চের যশোর সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন,বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মহিবুল ইসলাম খান সাগর, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান মিস্টার, যুবলীগ নেতা হাফিজুর রহমান টিটো, মোঃ ইকরাম হোসেন গাজী প্রমুখ।

সার্বিক সহযোগিতা করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ খান।

 

অপরদিকে একই দিন বিকাল ৫টায় বসুন্দিয়া মোড়স্থ্য নতুন মাছ বাজার চত্বরে বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৩০জন কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অদৃশ্য মহামারি করোনা’র প্রভাবে কঠোর লকডাউনে কর্মহীন ৩০জনের প্রত্যেককে ৫কেজি চাউল, ১কেজি আলু, ১কেজি মিঠাপুল্লা, আধা কেজি পটল, আধা কেজি কাচকলা, আধা কেজি মিষ্টি কুমড়া প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল, প্রেসক্লাব বসুন্দিয়া‘র সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

বসুন্দিয়ায় ছাত্রলীগের উদ্যোগে কর্মহীনদের মাঝে সামাজিক দুরত্ব রেখে ত্রান বিতরন–ছবি রোমেল খান

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, রোমেল খান, এনামুল হক,ইমরান হোসেন মোল্যা, ছাত্রলীগ নেতা হাসিব আহমেদ ইমন, আলম হোসেন, সাকিব খান, সাহাদ সরদার, আবু মুসা, হিমেল, ইমন প্রমুখ।

Please follow and like us: