বাউল ও লালনের সব গান আমার প্রতিষ্ঠানে সংরক্ষণ করব

http://www.71news24.com/2019/03/18/1128

লালনকন্যাখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা এবার নতুন পরিচয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন। গানের জন্য নিজেই একটি প্রোডাকশন হাউস খুলেছেন।

বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

 বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** সালমা: নিজের কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি। ‘এসএস মাল্টিমিডিয়া’ নামে আমার প্রোডাকশন হাউস এ সপ্তাহে উদ্বোধন করব। উদ্বোধনের দিন আমার গাওয়া পাঁচটি গান প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করব।

 প্রোডাকশন হাউসের লক্ষ্য কী?

** সালমা: প্রোডাকশন হাউস খোলার লক্ষ্য হচ্ছে, এখানে আমার নিজের কিছু কাজ করব। বাউল এবং লালনের যত গান আছে আমার প্রতিষ্ঠানে তা সংরক্ষণ করতে চাই। সুর ঠিক থাকবে, সঙ্গীতে একটি নতুনত্ব আনব। যখন আমি থাকব না তখন বাউল, লালন এবং আমার গানও এখানেই সংরক্ষিত থাকবে। আর এখানে অন্যরাও গান করতে পারবেন। আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করব।

 শেষবার যখন কথা হয় তখন আইন পেশায় কাজ করার ইচ্ছে পোষণ করেছিলেন…

** সালমা: হ্যাঁ। সেভাবে আমি কাজ করছি। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। উচ্চতর ডিগ্রি শেষ করে আইন পেশাতেও থাকব। গান এবং স্টেজ শোও করব।

 লন্ডনে স্থায়ী হওয়ার চিন্তা আছে?

** সালমা: আমার এ নিয়ে কোনো চিন্তা নেই। আমার স্বামীও লন্ডনে স্থায়ী হওয়ার চিন্তা করেননি কোনো দিন। দেশেই থাকব।

 একা থাকাকালীন বলেছিলেন, বিশ্বস্ত কাউকে না পেলে বিয়ে করবেন না। বর্তমান স্বামী কতটা বিশ্বস্ত?

** সালমা: আগে থেকেই বলে আসছি, আমাকে এবং আমার পেশার প্রতি যার সম্মানবোধ থাকবে তাকেই আমি বিয়ে করব। আমার বর্তমান স্বামী আমাকে তো বটেই, আমার গানকেও ভালোবাসেন। আমাদের মধ্যে দারুণ মিল। আশা করছি বাকি জীবনটা একসঙ্গেই কাটাতে পারব।

Please follow and like us: