একাত্তর ডেস্ক : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজার রডের আঘাতে মূত্যুর মুখে ঠেলে দিলো আরো একটি নিষ্পাপ ছেলেকে। প্রাাান্ত নামে (২৩)
মৃত্যুর সাথে পান্ঞ্জা লড়তে হচ্ছে ।তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় আনতে হবে।একজন সরকারী কর্মকর্তার একি আচরন? এই কর্মকর্তার অতীতেও এমন অপকর্মের রিপোর্ট আছে। তানিয়া ইতি মহিলা আওয়ামী যুব মহিলা লীগের নেত্রীর বড় ভাইয়ের ছেলে প্রান্ত চৌধুরী ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটিতে CSCতে অধ্যায়নরত। পিতা পারভেজ চৌধুরী গ্রাম গোবরা জেলা গোপালগঞ্জ। নানা বাড়ী বালিয়াকান্দি। রাষ্ট্রের একজন উদ্ধতন কর্মকর্তা কিভাবে একটা ছেলেকে নির্মম ভাবে নির্যাতন করতে পারে? পরিবারের দাবি এর কি দেখার কেউ নাই?
সুত্র : তানিয়া ইতি ফেসবুক ওয়াল থেকে।
Please follow and like us: