বেনাপোল থেকে ১ কেজি ৭’শ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ আটক-১-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের অগ্রভুলোট সীমান্ত থেকে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ রানা আহমেদ(২৭) নামে এক স্বর্ণ পাঁচারকারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।

আটককৃত স্বর্ণ পাচারকারি রানা আহম্মেদ যশোর জেলার শার্শা উপজেলার খলসি গ্রামের আব্দুল গফফারের ছেলে।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সীমান্তের অগ্রভুলোট এলাকা দিয়ে একটি ইজিবাইকে করে বিপুল পরিমাণের স্বর্ণ ভারতে পাঁচার হয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের নজরদারি বাড়ান হয়। বর্ণণা মোতাবেক ইজিবাইকটি অগ্রভুলোট সীমান্ত দিয়ে যাওয়ার সময় তাকে দাড়াতে বললে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ইজিবাইকটি ধাওয়া করে চালককে আটক পূর্বক তার শরীরে তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১৫টি র্স্বণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯৩ লক্ষ ৯৪ হাজার ৯’শ ৪৪ টাকা।

Please follow and like us: