বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৩৮৩ বোতল ফেনসিডিল ও দুটি মোবাইলসহ আকরাম হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৯ আগষ্ট) ভোরে পুটখালী বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আকরাম বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামস্থ জনৈক তরিকুলের বাড়ির পার্শ্বে নদীর পাড়ে বাঁশ ঝাড়ের নীচ হতে ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুটি মোবাইলসহ আকরামকে আটক করা হয়। অপরদিকে, পুটখালী ও দৌলতপুর বিওপি’র অন্য দুটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি বটতলা মাঠের মধ্য হতে যথাক্রমে ২১৬ বোতল ও ১৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, আটককৃত আসামী, মাদকদ্রব্য ও মোবাইল ফোন বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us: