একাত্তর নিউজ, যশোর অফিস :
অনলাইনে ভুয়া অডিও প্রকাশ ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ‘অন্যকে ফাঁসাতে বোমা মারার নির্দেশনা দিয়েছেন’ এমন মিথ্যা তথ্য প্রচার করে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন। বিবৃতিতে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী
লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘কেশবপুরবাসী আমাকে বিপুলভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পর জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে কেশবপুরে আরও বেগবান করতে আমি বিভিন্ন ধরণের পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করি। আমার
উদ্যোগে উন্নয়ন-স্বপ্ন বাস্তবায়নে কেশবপুর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী একতাবদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের এই উন্নয়ন-যাত্রাকে ব্যাহত করতে মাঠে নেমেছে একটি কুচক্রী মহল। মহলটি আওয়ামী লীগের মধ্যে বিভাজন সৃষ্টি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই কথিত কথোপকথনের অডিও প্রচার করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের বিভ্রান্ত করে মিথ্যা অডিও নিয়ে সংবাদ প্রকাশে প্রভাবিত করছে।’ শাহীন চাকলাদার আরও বলেন, ‘আমি দৃঢ়ভাষায় বলতে চাই, ওই
কথোপকথনটি আমার নয়। কেশবপুর থানার ওসি’র সঙ্গে আমার এ ধরণের কোনো কথোপকথন হয়নি। টেম্পারিং অথবা যান্ত্রিক কৌশলে কণ্ঠস্বর তৈরি করে এই কথোপকথনটি সৃষ্টি করা হয়েছে। শুধু আমার
নয়, বিভিন্ন সামাজিক মাধ্যম বা ইউটিউবে এমন অনেক নেতার কণ্ঠস্বর নকল করারও নজির রয়েছে।’
এ কারণে ওই কথোপকথনের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে শাহীন চাকলাদার বলেন, ‘আমি প্রকাশিত এ সংক্রান্ত সকল সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ওই অডিও’র সঠিকতা যাচাইয়ের জন্য সাংবাদিকবন্ধুদের প্রতি বিনীত আহŸান জানাচ্ছি।’ উল্লেখ্য, যে কেশবপুর থানার ওসির সাথে ঢাকার একাধিক সাংবাদিক কথা বলেছেন, যাদের প্রত্যেককেই ওসি জানিয়েছেন, এ ধরণের কোনো কথা তার সাথে হয়নি।
শাহীন চাকলাদার
সংসদ সদস্য, যশোর-৬ (কেশবপুর) ও
সাধারণ সম্পাদক,
যশোর জেলা আওয়ামী লীগ