মণিরামপুরে নারীসহ যুবক আটকের ঘটনায় নানান গুঞ্জন

http://www.71news24.com/2019/03/18/1128

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : 
যশোরের মণিরামপুরে নারীসহ হাবিবুর রহমান দীপ নামে এক ছাত্রলীগ নেতা আটক হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে থানার এসআই জহির রায়হানসহ সঙ্গীয় ফোর্স পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করে।
দীপ কুয়াদা জামজামি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। সে মণিরামপুর কলেজ ছাত্রলীগ শাখার আহবায়ক।
আর মেয়েটি ঢাকার একটি বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা-মা মণিরামপুরে পৃথক দুইটি কলেজে অধ্যাপনা করেন। মণিরামপুরের হাকোবা এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা।
দীপের সাথে মেয়েটির কয়েক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। তারা দুইজন এখন থানা হেফাজতে রয়েছে। তাদেরকে নিয়ে এরআগেও কয়েকবার এলাকায় গুঞ্জন রটেছে।
মেয়েটির মা দাবি করেন, আজ (বুধবার) তার অনলাইনে পরীা ছিল। সে কাগজপত্র ফটোকপি করার কথা বলে দুপুরে বাসা থেকে বের হয়েছে। এর কিছুণ পরে এই খবর শুনি।
মণিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ক থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় মামলা হবে। তবে মেয়েটি দীপের বিরুদ্ধে কোন অভিযোগ করছে না বলে জানান এসআই জহির।
মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ বলেন, আমি ঘটনাটি শুনেছি। এই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। সে দায়ি হলে তার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

Please follow and like us: