স্টাফ রিপোর্টারঃ
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি রাস্তা নামক স্থানে হাইওয়ে সকড়ে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় এক ভ্যান চালকের মৃতু হয়।
ভ্যান চালকের নাম মোঃ ফরিদ (৩৫), বাড়ী যশোর সদরের কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া টেকেরহাট এলাকায়।
আজ (১৫ জানুয়ারী ২০২২, শনিবার) নিমতলী টেকেরহাট থেকে ভাড়ায় একই পরিবারের ৬/৭ জন যাত্রী নিয়ে বসুন্দিয়া মোড় আসার সময় দুপুর ৩ টার দিকে বসুন্দিয়ার আগে ঘুনির রাস্তা এলাকায় আসলে ভ্যানের ডানপাশের চাকা ভেঙ্গে পড়ে, যাত্রীদের সবাই এদিক ওদিক ছুটে গেলেও চলন্ত বালুবাহী ডাম্প ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তাতক্ষনিক মৃত্যু হয় ভ্যানচালক ফরিদের।
ভ্যানে থাকা অন্য যাত্রীদের মধ্যে মারত্মক আহত না হলেও সবাই আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পৌছানোর ব্যবস্থা করেন। মৃতের পরিবারে স্ত্রী এবং একটি ছেলে সন্তান রয়েছে ।
যশোর-খুলনা মহাসড়কে এই বালুবাহী ডাম্প ট্রাক গুলো যেমন বেপরোয়া গতিতে চলাচল করে তেমনি তেমনি ব্যাটারিচালিত তিন চাকার যানবহন গুলোও চলচল করে বেপরোয়া গতিতে। এব্যাপারে প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।