যশোরে বনিফেসের শীত নিবারণ বৃক্ষের কার্যক্রম শুরু 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন বনিফেসের শীত নিবারণ বৃক্ষের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার শহরের দড়াটানায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম।

বনিফেসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলাল হোসেন বনির সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সচিব সাকিরুল কবীর রিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ। এ সময় একাধিক পথশিশু ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গতবছর বনিফেসের শীত নিবারণ বৃক্ষের কার্যক্রম শুরু হয়। এখানে সমাজের বিত্তবানরা তাদের অতিরিক্ত শীতের পোশাক এখানে রেখে যেতে পারবেন। অসহায় ও দুস্থরা তাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে পোশাক নিতে পারবেন।

Please follow and like us: