যশোরে বাসের ধাক্কায় বাবা নিহত, মেয়ে আহত 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 যশোর অফিস : খুলনা-কুষ্টিয়া রুটে গড়াই পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোয়াজ্জেম হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তার মেয়ে ফাল্গুনী আক্তার।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বারীনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, দুপুরের দিকে কালীগঞ্জ থেকে একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে মোয়াজ্জেম তার মেয়েকে নিয়ে যশোর ফিরছিলেন। বারীনগর গোহাটের সামনে যশোর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

পরে ঘটনাস্থলেই মোয়াজ্জেম হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাল্গুনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নিহত মোয়াজ্জেম হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার বিরামপুরে ।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, ফাল্গুনির অবস্থা খুবই আশঙ্কাজনক। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপারেশন থিয়েটারের মধ্যে ছিলেন ফাল্গুনি।

Please follow and like us: