যশোরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতা খুন-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

রাসেল হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোরে মাদকাসক্ত পুত্রের লাঠির আঘাতে সরোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ছেলে নয়ন হোসেনকে আটক করেছে বলে জানা গেছে।

 

গতকাল শুক্রবার যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের মিরপাড়ায় এ ঘটনা ঘটে ।পরে খূলনা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  তিনি ঐ এলাকার আমজেদ হোসেনের ছেলে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ তৌহিদুল ইসলাম খবরটি  নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে ব্যবসায়ী সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে গোলযোগ হয়। সরোয়ার হোসেন কথাকাটাকাটির একপর্যায়ে হাসিনাকে মারপিট করে।

এতে ছেলে নয়ন ক্ষিপ্ত হয়ে  তার পিতাকে বেধড়ক মারপিট করে। পুলিশ অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শনিবার যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us: