শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার মুক্তি দিয়েছেন সরকার

http://www.71news24.com/2019/03/18/1128

শর্ত সাপেক্ষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জন্যে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে গুলশানের নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের এ  সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার বয়স ও মানবিক দিক  বিবেচনা করে সরকার এমন  সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী জানান, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে ৬ মাসের জন্য তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খালেদা জিয়া চাইলে তিনি নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন তবে বিদেশ যেতে পারবেন না, এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয় সম্পর্কিত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি আমরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে তাকে (খালেদা জিয়াকে) মুক্তি দেবেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে এর আগে দুই দফায় তার পরিবারের পক্ষ থেকে জামিন আবেদন করা হলেও জামিন দেয়া হয়নি তাকে।

Please follow and like us: