শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
টিকা ছাড়া ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা স্কুল ও কলেজে যেতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধানত হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে আসতে হবে এমন নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম সীমিত করতে হবে।
Please follow and like us: