শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: বেনাপোল সীমান্তের শাদিপুর গ্রামের ফিরোজা বেগম নামে এক মহিলা নিজের আপন ভাইকে স্বামী সাজিয়ে শারশা থানাধীন সাব রেজিস্টার অফিসের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে একটি জাল দলিল রেজিস্ট্রি সম্পাদন করানো হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীদের কাছ থেকে আরও জানা গেছে যে, জাল দলিলের প্রকৃত সম্পত্তির মালিক মৃত নজরুল ইসলাম(ফকির) মৃত্যু বরন করেন ১৮|০৭|১৪ তারিখে অর্থাত মারা যাওয়ার 4 দিন পর ২২|০৭|১৪ তারিখে তার নিঃসন্তান স্ত্রী নিজের মায়ের পেটের আপন বড় ভাই বাবুল হোসেনকে স্বামী সাজিয়ে জাল দলিল করে জমি আত্মসাত করে গোপনে জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।
মৃত নজরুল ইসলামের স্ত্রী ও তার পালিত কন্যাকে ও সাথে নিয়ে জাল জালিয়াতি করে সম্পত্তি ভাগাভাগির দলিল তৈরী করান। এদিকে মৃতের ওয়ারেশ গন যখন জানতে পারেন যে মৃতের স্ত্রী সম্পতি বিক্রয় করার জন্যে খরিদ্দার ঠিক করে বিক্রয়ের জন্য এবং তার পরপরই সমস্ত কাগজপত্র প্রমান সহকারে বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নেন এবং জাল দলিল বাতিলের জন্যে একটি দেওয়ানি মামলা দায়ের করেন মৃতের আপন ছোট ভাই মোঃ আবেদুল ইসলাম যার মামলা নং ২১৫|১৬ অতপর উক্ত মামলার আসামি ফিরোজা বেগম ও তার পালিত কন্যা ক্ষিপত হয়ে মামলার বাদীকে মাস্তান ভাড়া করে বিভিন্ন ভয় ভিতী দেখাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্যে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছ। এদিকে বাদী কোন বিচার না পেয়ে বিজ্ঞ আদালত দুর্নীতি দমন কমিশনে আর একটি মামলা দায়ের করেন যার মামলা নং ২৬|২০১৫ যাহা বর্তমানে মামলা দুইটি বিচারাধীন পর্যায়ে আছে বাদীপক্ষের দাবী তারা যাতে সঠিক বিচার পায়।