গণপিটুনিতে নিহত ৬, মামলা ৯, গ্রেপ্তার ৮১ : স্বরাষ্ট্রমন্ত্রী

http://www.71news24.com/2019/03/18/1128

রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় নিজের কষ্টের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা বসে নেই। গুজব ছড়িয়ে যারা মানুষ মারছে, তাদের কাউকে ছাড়া হবে না।

মঙ্গলবার সচিবালয়ে সারা দেশে ‘ছেলেধরা’ আতঙ্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি গণপিটুনিতে ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এ নিয়ে নয়টি মামলা হয়েছে। সব মামলাই হবে হত্যা মামলা।এসব মামলায় ৮১ জন গ্রেপ্তার হয়েছে।

গণপিটুনিতে জড়িয়ে আইন হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে। ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

গণপিটুনির ঘটনা বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনাস্থার কারণেই হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বসে নেই। তারা কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। ন্যায়বিচার নিশ্চিত করছে। আস্থাহীনতা নেই।’

এ ধরনের ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি।’

Please follow and like us: