একাত্তর নিউজ ডেস্ক :
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এইচ এন মাধ্যমিক বিদ্যালয়ের ৯২ব্যচের মিলন মেলা অনুষ্ঠিত।
শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্হিত ঐতিহ্যের ধারক বাহক শৈশবের মধুর গল্পকথার স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকা বিদ্যাপীঠে হয়ে গেল আজ তারাগঞ্জ স্কুল ৯২’ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন জনাব,আজগর রশিদ খান(সাবেক সভাপতি তারাগঞ্জ স্কুল ম্যানেজিং কমিটি)জনাব,এমার খান অরুন(বিশিষ্ট শিল্পপতি)রহিম স্যার। সাবেক শিক্ষক।
গোপাল স্যার (সাবেক শিক্ষক)নূরুজ্জামান স্যার(সাবেক শিক্ষাক)ভবেন্দ্রনাথ গায়েন (সাবেক শিক্ষাক)কাইউম স্যার(সাবেক শিক্ষক)
তাদের পদচারনায় মূখরিত হয়ে উঠেছিলো অাজ এই বন্ধু ৯২’ ব্যাচের মিলন মেলা।
সকল আয়োজনের মধ্যমনি ছিলো ৯২ ব্যাচের সভাপতিঃ আশরাফুল আলম খোকন (উপপ্রেস-সচিব মাননীয় প্রধানমন্ত্রী)
Please follow and like us: