গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গেছে ৩৭ জনের। আর করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯০ জনের। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত এটি।
গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। আর করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১২ জনে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এ সময় ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ৪১ হাজার ৭৯ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৩২০ জন ।
Please follow and like us: