বসুন্দিয়া মোড় বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

যশোর সদর উপজেলার শিল্পাঞ্চলখ্যাত বসুন্দিয়া মোড় বাজারের নড়াইল রোডের আইএফ আই ব্যাংকের সামনে আজ (২ নভেম্বর ২০২৪ ইং) থেকে শুরু হয়েছে বিনা লাভের নিত্য পণ্যের দোকান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বসুন্দিয়া’র উদ্যোগে আলু, পেঁয়াজ, মরিচ, আদাসহ বিভিন্ন শাকসবজির এসব দোকান বসানো হয়েছে।

সিন্ডিকেটের কারণে সারাদেশে শাক-সবজির দাম আকাশছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে বিনালাভে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অপেক্ষাকৃত কমদামে এসব পণ্য পেয়ে খুশী ক্রেতারা।

আয়োজকরা জানান, চাষীদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে এসব পণ্য বিক্রি করা যাচ্ছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এবং দ্রব্যমুল্য স্বস্বিতে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী
বিল্লাল হোসেন, আব্দুল আলিম, ইমদাদুল, মোঃ সাকিব, মোঃ সাইফুল ইসলাম ও সকিব হোসেন।

Please follow and like us: