একাত্তর নিউজ ডেস্ক :
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে যশোরে একটি মানহানির মামলা করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে আজ বেলা সাড়ে ১১টায় যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি আলাল তার এক বক্তব্যে শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানি ঘটেছে। মামলার বাদী গত ৭ ডিসেম্বরের এমন বক্তব্য শুনে আহত হন। যে কারণে তিনি ন্যায়বিচার প্রত্যাশায় আদালতের শরণাপন্ন হয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী সুব্রত ব্যানার্জি জানান, আদালত তাদের অভিযোগটি আমলে নিয়ে সমন জারি করেছেন। আগামী ১৮ জানুয়ারি আসামিকে আদালতে হাজির হতে হবে।