শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল : বেনাপোলে আর্ন্তজাতিক কাস্টম দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার সময় দেশের দ্বিতীয় বৃহত্তম কাস্টম হাউস বেনাপোল কাস্টম ক্লাবে আভ্যন্তরিনভাবে সেমিনার ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১(শার্শা)’র এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, দেশের রাজস্ব আয়ের প্রধান মাধ্যম কাস্টম। যেখান থেকে সরকারের সিংহভাগ রাজস্ব আয় হয়। যা উপলব্ধি করতে পেরে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কাস্টমসকে ঢেলে সাজাতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। যার একটিই উদ্দেশ্য, বাংলাদেশ হবে বিশ^ দরবারে শক্তিশালী রাষ্ট্র।
এসময় তিনি কাস্টম কর্তৃপক্ষকে বন্দর, বিজিবি, পুলিশ, ব্যবসায়ী, শ্রমিকসহ কাস্টম সংশ্লিষ্ঠ সকলকে নিয়ে কাজ করার আহবান জানান। বলেন, কাউকে বাদ দিয়ে তড়িৎগতিতে দেশের উন্নয়ন সম্ভব নয়। সকল প্রতিনিধিদের সমন্বয় ও মূল্যবান মতামত দেশ উন্নয়নের পরিকল্পনাকে আরো অনেকদূর সম্প্রসারিত করবে।
উক্ত কাস্টম দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদাণ করেন যশোর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।