বেনাপোলে ঋনের দায়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ঋনের দায়ে স্বামী স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

 

(১৫ ডিসেম্বর) শুক্রবার ভোরে তাদের ভাড়া নেওয়া বাড়িতে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।তারা হলো মোঃ ইয়ামিন (২৮), পিতা মৃত কামাল হোসেন এবং তার স্ত্রী মোছা তনু (২৪), স্বামী – ইয়ামিন, উভয় সাং বাহাদুরপুর,বেনাপোল পোর্ট, যশোর।

 

জানা যায়, তারা ১ সপ্তাহ পূর্বে উল্লিখিত বাসাটি ভাড়া নেন। ইতোপূর্বে তারা যশোরে পুলের হাটে বসবাস করতো। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। ঋনের জন্য সে নিজের বাড়ি জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন।

 

এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে। অদ্য সকাল ০৬:০০ ঘটিকায় প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভিতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

এর পর তারা আশেপাশের লোকজনকে খবর দিলে পরবর্তীতে থানা পুলিশকে খবর দেওয়া হয় ।

বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রম সহ ঘটনা অনুসন্ধান শুরু করেছেন।

Please follow and like us: