শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি: বন্দর নগরী বেনাপোলে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি, আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে স্থানীয় সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শ্রেনীর পেশাজীবির সমন্বয়ে একটি র্যালি বের হয়। পরে বন্দর এলাকা প্রদক্ষিন শেষে
বন্দর প্রেসক্লাবে আলোচনা ও কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীতে পত্রিকাটি তার ধারাবাহিকতা বজায় রাখতে সব শ্রেনী,পেশার মানুষের হয়ে কথা বলবে আশা ব্যক্ত করেন।
সাংবাদিক মিলন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ,বন্দর পরিচালক আব্দুল জলিল,বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব, বন্দরের প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বেনাপোল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল, বন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, শার্শা উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান হিরন, আসাদুজ্জামান আশা, সোহাগ হোসেন, শাকিল মাসুদ,,জিসান আহমেদ রাব্বি, রতোন, ফারুক হোসেন প্রমুখ।