ভারতে দুই বছর কারাবাসের পর দেশে ফিরলেন ১০ নারী -একাত্তর নিউজ২৪

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ,যশোর অফিসঃ

ভালো কাজের প্রলোভনে সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নারী ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। ফেরত আসা এসব নারীদের বাড়ি নড়াইল, যশোর, সাতক্ষীরা, বরিশাল ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, দুই বছর আগে বাংলাদেশি ১০ নারী ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের হাত ধরে ভারতে যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। দুই বছর কারাভোগ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে শুক্রবার তারা দেশে ফিরে আসেন। ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ফেরত আসা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মানবাধিকার সংস্থা রাইটস যশোর’র কাছে রাতেই তাদের হস্তান্তর করা হয়েছে।

রাইটস যশোর’র কো-অর্ডিনেটর তৌফিকুজ্জামান জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ওই নারীদের ফেরত আনা হয়েছে। বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেয়া হবে। ওই নারীরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তবে তাদের আইনি সহায়তাও দেয়া হবে।

Please follow and like us: