শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোলঃ
যশোরের শার্শার নাভারন রেল বাজার এলাকায় গৃহপরিচারিকা (২২)ধর্ষণের অভিযোগে আজমল ফাহিম আবির (২৫) নামে এক ধর্ষককে আটক করেছে শার্শা থানা পুলিশ।
ভিকটিম গত ৫ মাস ধরে আবিরদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো।
আজ মঙ্গলবার বিকেলে বাড়িতে একা পেয়ে যুবতী গৃহপরিচারিকাকে জোর করে ধর্ষন করে। ধর্ষনের পর ভিকটিম নিজে বাদি হয়ে শার্শা থানায় মামলা করলে পুলিশ আজ রাত ৮ টায় তাকে নজি বাড়ি থেকে আটক করে।
আটক আবির শার্শা উপজেলার নাভারনে রেল বাজারের অবস্থিত মৌলী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী এনামুলের হোসেনের ছেলে। ভিকটিমের বাড়ি একই উপজেলার উলাশী গ্রামে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, বিকালে গৃহ পরিচারিকা আবিরের বিরুদ্ধে শার্শা থানায় ধর্ষণের একটি মামলা করে। পরে এ বিষয়ে খোঁজ নিয়ে রাত আটটায় ধর্ষককে তার বাড়ি থেকে আটক করা হয়। ভিকটিমের আলামত পরিক্ষার জন্য আগামীকাল বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।