একাত্তর ডেস্ক, যশোর : যশোরের আট উপজেলায় বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের ৫জন ও ৩ জন বিদ্রোহী বিজয়ী হয়েছেন। রোববার সাত উপজেলায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে বেসরকারি ফলাফলে ৮ উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের নাম জানা গেছে। তবে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পুর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়নি।
নির্বাচিত হলেন যারা- কেশবপুরে আওয়ামী লীগের বিদ্রোহী কাজী রফিকুল ইসলাম (আনারস), মণিরামপুরে নাজমা খানম ( নৌকা), বাঘারপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী নাজমুল ইসলাম কাজল (আনারস), ঝিকরগাছায় আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুল ইসলাম (আনারস), অভয়নগরে আওয়ামী লীগের পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, চৌগাছায় আওয়ামী লীগের ড. মোস্তানিছুর রহমান ( নৌকা)। যশোর সদরে আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও শার্শায় সিরাজুল হক মঞ্জু বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সুত্র: প্রাপক
Please follow and like us: