যশোরে ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগ নেতা বহিষ্কার -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

নিজস্ব প্রতিবেদক, একাত্তর নিউজ যশোর: ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, বুধবার রাত আনুমানিক ১টা ৩৪ মিনিটে গাজী গোলাম মোস্তফা তার ফেসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ, চাঞ্চল্যকর ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন। পরে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনকে জানান।

তাই দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দলীয় শৃঙ্খলাপরিপন্থী এবং দলকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার হীন চক্রান্ত বলে বিবেচিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

ফেসবুকের স্ট্যাটাসটি ছিল- ‘অভিশপ্ত এক মঞ্জিলে শেখ পরিবারের এক সদস্যের রাত্রীযাপন!!!!!! কি এমন কারণ!!!! তার নিচে একজনের মুখে টেপ আঁটা।’

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ‘ফেসবুকে বঙ্গবন্ধু বা তার পরিবারের কাউকে জড়িয়ে পোস্ট দেয়া হয়নি। তার সুনাম নষ্ট করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করতে পারেন না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে কেন্দ্রকে অবহিত করতে হবে। একমাত্র কেন্দ্রই বহিষ্কার করতে পারবে। জেলা কিংবা উপজেলা কমিটির বহিষ্কার করার সুযোগ নেই। গাজী গোলাম মোস্তফার বরখাস্তের বিষয়ে আমার জানা নেই। উপজেলা সভাপতি বহিষ্কার করলে সেটি যথাযথ হয়নি।’

Please follow and like us: