একাত্তর নিউজ ডেস্ক :
যশোরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যশোর জেলা যুবলীগ। বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা করে যুবলীগ নেতাকর্মীরা শহরের বকুলতলাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে এসে সমবেত হন। এরপর দুপুর ১২টায় স্বাস্থ্যবিধি মেনে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান’র সভাপতিত্বে বক্তব্য দেন যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান।
সভায় নেতৃবৃন্দ বলেন, যুবলীগকে সুসংগঠিত করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
যশোর জেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু’র নেতৃত্বে সমাবেশ ও বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবলীগের সহসভাপতি তৌহিদুর রহমান, রেজাউল ইসলাম, শফিউদ্দীন অরুণ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, যুবলীগনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোস্তাক, অর্থ সম্পাদক ফিরোজ আলম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, আইনবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এহসানুল হক লিটু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, সহ-প্রচার সম্পাদক শফিকুল আলম টপি, সহ-জনসংখ্যা কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, সদস্য জাহাঙ্গীর আলম বাবলু, ওসমান গনি, রবিউল ইসলাম বাবলু, ইয়াকুব আলী খান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, শহর যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল খান পর্বত, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সদস্য বিএম মনিরুজ্জামান, রাম প্রসাদ, আশরাফুল ইসলাম রিপন, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, নরেন্দ্রপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফসিয়ার রহমান ভুট্টো, বসুন্দিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, ফতেপুর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান প্রমুখ।
পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির অস্থায়ী বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।