যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্বেগ প্রকাশ
যশোর প্রতিনিধি:
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের যৌথ উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও জেডিইউজের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বদরুদ্দিন বাবুল, সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, দৈনিক গ্রামের কাগজের ইউনিট চিফ মিজানুর রহমান মিজান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, কাজী হাবিবুর রহমান ও অভয়নগর উপজেলা ডেপুটি ইউনিট চিফ রিপানুল ইসলাম রিপন প্রমূখ।
সভায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এবং অত্র সংগঠনের সভাপতিকে নিয়ে একজন বিতর্কিত সাংবাদিক ও তার কয়েকজন সহকর্মীর গভীর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। নেতৃবৃন্দ এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেন। নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতিকে নিয়ে যেকোনো চক্রান্ত হলে তা রুখে দিতে অত্র সংগঠন প্রস্তুত রয়েছে। এছাড়া সভায় সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us: