যশোর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মিন্টু-মিলন পরিষদ এগিয়ে 71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ যশোর অফিস :

রাত পোহালেই যশোর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে যশোরে বিদ্যমান দুইটি গ্রুপ পৃথক প্যানেল ঘোষণা করেছে। যারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৃণমূলের কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করতে গ্রামে গ্রামে ছুটে যাচ্চেন।

আগামীকাল শনিবার শহরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সদস্য এসএম কামাল হোসেন। এছাড়া প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য। আর সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধ কাটিয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের সাথে মিশে গেলেও তৃনমুলের জরিপে, রাজনৈতিক ক্লিনইমেজে, পরিছন্নভাবে অনেক এগিয়ে আছেন  যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ গ্রুপের হয়ে সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান মিলন। এমপি পক্ষের হয়ে মনোনীত প্রার্থীদের সভাপতি-সম্পাদক করতে মরিয়া হয়ে কাজ করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

সদর উপজেলার সভাপতি প্রার্থী মেহেদী হাসান মিন্টু বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তৃণমূলকে সাথে নিয়ে রাজপথে আছি। দলকে সংগঠিত করে সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। এখন কাউন্সিলরদের কাছে যাচ্ছি। সাড়াও পাচ্ছি ভাল।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আলিমুজ্জামান মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন। আওয়ামী লীগকে স্বচ্ছ ও সাধারণ মানুষের দলে রুপান্তরের জন্য শিক্ষিত, যোগ্য নেতাদের দায়িত্ব দিতে যাচ্ছেন। আমি আশা করবো, আগামী সম্মেলনে সৎ ও যোগ্য নেতারাই দায়িত্ত্ব নিবেন।

যশোর সদর উপজেলার  আওয়ামী যুুব লীগের যুগ্ম আহবায়ক অশোক বোস বলেন,  যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হবেন। প্রিয় নেত্রী সফল রাষ্টনায়ক জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাসী,টেন্ডারবাজ,দুর্নীতিবাজ,চাঁদাবাজ,খুনীদের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন সেটাকে যৌক্তিক পরিনতির দিকে নিয়ে যেতে সভাপতি পদে মেহেদী হাসান মিন্টু ,এবং সাধারন সম্পাদক পদে আলীমুজ্জামান মিলন কে নির্বাচিত করার কোন বিকল্প নেই।

Please follow and like us: