যশোর-৬ উপনির্বাচনে নৌকার মাঝি শাহিন চাকলাদার -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ যশোর অফিস:    যশোর-৬ (কেশবপুর) আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। যশোর-৬ আসনের সাংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। সভায় যশোর-৬ ছাড়াও আরও ৪টি সংসদীয় আসনের প্রার্থী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র প্রার্থীও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

 

সভায় বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম মিলন, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি ও বগুড়া-১ আসনে প্রয়াত সংসদ আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান মনোনয়ন পেয়েছেন। নির্বাচন কমিশন গত ৬ ফেব্রুয়ারি ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বাকিগুলোর তফসিল ঘোষণা হয়নি।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর-৬ আসনের আসন্ন উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৩ জন। এরা হলেন, যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, শেখ আব্দুর রফিক, মো. আব্দুল মান্নান, এইচএম আমির হোসেন, ওয়াহিদ সাদিক, নওরিন সাদিক, তাপস কুমার দাস, হোসাইন মোহাম্মদ ইসলাম, শ্যামল সরকার, শেখ আব্দুল ওহাব, মো. কামরুজ্জামান (আইনজীবী), তানভীর আহম্মেদ বিপু ও জয়দেব নন্দী। এদের মধ্যে থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যশোর-৬ আসনের প্রার্থী হিসেবে শাহীন চাকলাদারকে মনোনয়ন দিয়েছেন।

বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ১১ জন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। এরা হলেন, মিজানুর রহমান জনি, মুক্তিযোদ্ধা ড. আব্দুর রহিম খান, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, প্রবীর রঞ্জন হালদার, নকিব নাজিব, ইসমত আরা শিরিন চৌধুরী, মোশারফ হোসেন, এসএম রাজু, মো. জামিল হোসাইন, বদিউজ্জামান সোহাগ ও এসএম মনিরুল ইসলাম। এদের মধ্যে থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

 

গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, শাহ মো. ইয়াকুব উল আজাদ, মো. মাহমুদুল হক, একেএম মোকছুদ চৌধুরী, মো. মফিজুল হক সরকার, মো. ফজলুল করিম, মো. ওমর ফারুখ, মো. আজিজার রহমান খান বিএসসি, গোপাল চন্দ্র বর্মন, মোছা. রেহেনা বেগম, তামান্না শারমিন, তোফাজ্জল হোসেন, এমএস রহমান, আবু বক্কার প্রধান, শাহারিয়া খান, জরিদুল হক, আমিনুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মাজেদার রহমান দুলু, নুরুল ইসলাম প্রধান, দিলারা খন্দকার, শাহাদত রাজা, মতিয়ার রহমান ও মো. সাঈদ রেজা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে থেকে উম্মে কুলসুম স্মৃতি মনোনয়ন পেয়েছেন।

ঢাকা-১০ আসনে ফরম সংগ্রহ করেছিলেন মেজর (অব.) ইয়াদ আলী ফকির, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এএস এম কামরুল আহসান, কাজী মোর্শেদ হোসেন কামাল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র মো. সাঈদ খোকন। এখানে মনোনয়ন পেয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন।

বগুড়া-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোজাহিদুল ইসলাম বিপ্লব, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান শেখ, ড. সিদ্দিকুর রহমান, ডা. মো. মকবুলুর রহমান, সাহাদারা মান্নান, রেজাউল করিম মন্টু (জেলা সদস্য), আব্দুর রাজ্জাক, এসএম খাবীরুজ্জামান, মো. জাকির হোসেন, মো. ছালের উদ্দিন, আবুল কালাম আজাদ, রেজাউল করিম মন্টু (উপজেলা সদস্য), অ্যাডভোকেট মোনতাজুর রহমান মন্টু, শাহজাহান আলী, আলমগীর শাহী (পৌর মেয়র), মো. আছালত জামান, আনছার আলী ও অ্যাডভোকেট ফজলুল হক সবুজ। এখানে প্রয়াত সংসদ আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছিলেন রেজাউল করিম চৌধুরী, খোরশেদ আলম, মুজিবর রহমান, নুরুল ইসলাম বিএসসি, বর্তমান মেয়র আজম নাছির, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুচ সালাম, মেজর ইমদাদুল ইসলাম (অব.), আলতাফ হোসেন চৌধুরী, মো. ইনসান আলী, মোহাম্মাদ ইউনুস, মো. হেলাল উদ্দিন চৌধুরী, সেলিনা খান, মো. মঞ্জুরুল আলম (সাবেক মেয়র), রেখা আলম, একেএম বেলায়েত হোসেন, মো. মাহাবুবুল আলম, এরশাদুল আমিন, মো. মনোয়ার হোসন ও দীপক কুমার পালিত। সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এম রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন গত ৬ ফেব্রুয়ারি ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বাকিগুলোর তফসিল এখনও ঘোষণা হয়নি।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০, বগুড়া-১ আসনের জন্য ১৯, যশোর-৬ আসনের জন্য ১৩, বাগেরহাট-৪ আসনে ১১ এবং গাইবান্ধায় ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ  করেন।

Please follow and like us: