শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ২৪ ডেক্সঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ যশোর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটো (৭৬) মারা গেছেন।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (১০ জানুয়ারী ২০২১) দুপুর একটা ২০ মিনিটে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তার বড় ছেলে মাশুক হাসান জয় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাশুক হাসান জানান, তার বাবার মরদেহ তার ষষ্ঠিতলাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এরআগে সকাল ১০টার দিকে শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তার মেজো ছেলে অ্যাডভোকেট খালিদ হাসান জিউস জানান, ফুসফুসে ইনফেকশনজনিত কারণে গত ২১ নভেম্বর ২০২০ ইং, জনাব খালেদুর রহমান টিটো অসুস্থ হয়ে ঢাকায় বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং তিনদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আগামী কাল সোমবার বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে জানাজা শেষে যশোর কারবালা কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।