এইচ এম ফিরোজ,চৌগাছা : যশোরের চৌগাছা উপজেলা ফুলসারা ইউনিয়ন যুবলীগের আয়োজনে সলুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন “জনগণের ক্ষমতায়ন”কে সুদৃঢ় ও সুসংহত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে জাতির পিতার আদর্শের পতাকাবাহী যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ গৌরব ও ঐতিহ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় সকল কর্মসূচী পালন করে যাচ্ছে আওয়ামী যুবলীগকে সকল ভালো কাজের ক্ষেত্রে সহায়তা করতে হবে। যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আদর্শের অনুশারী হতে হবে। বক্তারা বলেন, আমাদের প্রথম কাজ নিজ দলকে আরো শক্তিশালী ও গতিশীল করা । ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত এবং ২০৪১ সালে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করা। সেই লক্ষে নিয়ে কাজ শুরু করতে হবে। কর্মসূচী দিতে হবে। জনমত সৃষ্টি করতে হবে। চৌগাছা উপজেলা যুবলীগকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, কর্মীর কাছে গ্রহনযোগ্য না হলে নেতা হওয়া গেলেও নেতা থাকা যায় না। এ জন্য নেতা না হয়ে দলের ম্যানেজার হতে হয়। রাজনীতিতে ম্যানেজ করতে হয়। এখানে বাহু বল বা পেশি শক্তির স্থান নেই। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধূরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম,আনিচুর রহমান। উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাসেম আলীর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আজাদুর রহমান,দেওয়ান আনিচুর রহমান,হাফুজুর রহমান,কে এম শাহিন,খালেদুর রহমান টিটো,নিতাই সরকার,নুর মোহাম্মদ,আসাদুল ইসলাম,তসলিমুর রহমান,মহাবুবুল আলম রিংকু,ফারুক হোসেন,মনিরুজ্জামান মিলন প্রমুখ।