বেনাপোল সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ আটক-১
শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ পিস ইয়াবাসহ সাজ্জেল হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩আগষ্ট) সন্ধা ৭টার দিকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক সাজ্জেল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের পশ্চিম পাড়ার খোদা বক্স মোড়লের ছেলে। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর পেয়ে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি মামুন খানের নেতৃত্বে এসআই তৌফিক রহমন এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ নিজ বাড়ির উঠান হয়তে ৫০ পিস ইয়াবাসহ সাজ্জেলকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
Please follow and like us: