ভারতের প্রতিশ্রুতির উপহারের আরও ২৯টি এ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে- 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি : ভারত সরকারের প্রতিশ্রুত উপহারের আরো ২৯ টি ভেন্টিলেশন সুবিধাযুক্ত এ্যাম্বুলেন্স বাংলাদেশের বেনাপোলে পৌঁছেছে। রবিবার বিকেল ৫ টার সময় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এ্যাম্বুলেন্সগুলি বাংলাদেশের বেনাপোল বন্দরে পৌঁছায়। এ নিয়ে ভারত সরকারের প্রতিশ্রুত ১০৯টি এম্বুলেন্সের ১০০টি এ্যাম্বুলেন্স পেলো বাংলাদেশ। বাকি ৯টি এ্যাম্বুলেন্স খুব দ্রুত পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশন।

 

গত ২৬-২৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসা ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারী মোকাবেলায় যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকারকে ভেন্টিলেশন সুবিধাযুক্ত ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। যার প্রথম চালানের একটি এ্যাম্বুলেন্স সফরের পূর্বেই তিনি মার্চ মাসের ২১ তারিখে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। ধারাবাহিকতায় ৭ আগষ্ট দ্বিতীয় চালানে ৩০টি এ্যাম্বুলেন্স, ২৬ আগষ্ট ৩য় চালানে ৪০টি এ্যাম্বুলেন্স ও ১২ সেপ্টেম্বর আও ২৯টি যুক্ত হয়ে এনিয়ে ১০০টি এ্যাম্বুলেন্স পেলো বাংলাদেশ। প্রতিশ্রুত বাকি ৯টি অ্যাম্বুলেন্স খুব দ্রুত পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশন।

 

এ্যাম্বুলেন্সগুলি ছাড়পত্রের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্টস উত্তরা মটরর্সের প্রতিনিধি মেহেদী হাসান জানান, উপহারের ২৯টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

 

বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের দেওয়া উপহারের ২৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌছেছে। দ্রুত কাস্টমসের কাগজপত্রের কাজ সম্পন্ন করা হবে।

 

বেনাপোল বন্দরের সহকারি পরিচালক(ট্রাফিক) আতিকুর রহমান বলেন, ভারত সরকারের উপহারের ২৯টি অ্যাম্বুলেন্স বন্দর অভ্যন্তরে রাখা হয়েছে। কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন হলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।

Please follow and like us: