যশোরের বসুন্দিয়ায় পুনরায় নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে রেন্টু চাকলাদার এর আহ্বান

http://www.71news24.com/2019/03/18/1128

 

শেখ গফ্ফার রহমান, স্টাফ  রিপোর্টারঃ

আজ বিকেল ৪ টায় যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া মোড় বাসষ্টান্ড চত্বরে নৌকা মার্কার দ্বিতীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। যশোর জেলার শিল্পাঞ্চলখ্যাত অত্যান্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন ১৫নং বসুন্দিয়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান তারুণ্যের প্রতিক মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেলের বিজয় নিশ্চিত করতে ভোটের মাধ্যমে সর্বাত্নক চেষ্টা করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভা উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার কথা ব্যক্ত করেন।

বিগত ৫বছরে মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল এর সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। যে কারণে দলমত নির্বিশেষে আবারও বসুন্দিয়াবাসীর প্রতি রাসেলকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে উদাত্ত আহবান জানানো হয়।

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর সঞ্চালনায় জনসভায় বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীক এর চেয়াম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম রাসেল, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেন, বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মিস্টার সহ জেলা থানা ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী মহিলালীগ, আওয়ামী ছাত্রলীগ, সহ অঙ্গসংগঠনের হাজারো নেতা কর্মী ও ইউনিয়নের সাধারণ জনগণ ।

 

সকলের একটাই প্রত্যাশা আগামী ৫ জানুয়ারী ২০২২ নৌকা মার্কায় ভোট দিয়ে মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল কে পুনরায় নির্বাচিত করে যশোরের শিল্পাঞ্চলখ্যাত ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করবেন।

Please follow and like us: