ভারতে পাচার হওয়া ৭ যুবকে বেনাপোল দিয়ে দেশে ফেরত

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধিঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি পুরুষকে ৩ বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিরা  হলেন,যশোর কোতোয়ালি থানার ভেকুটিয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে মুন্না খাঁন (২৬) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাগাতি গ্রামের কবির হোসেনের ছেলে আরিফুর হোসেন (২৩) নরসিংদী জেলার সদর উপজেলার আব্দুল্লা আহম্মেদর ছেলে তোফেল আহম্মেদ (২৪) ময়মনসিংহ জেলার আব্দুর কাদের মিয়ার ছেলে হুমায়ুন কবির (২৮) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সুরোত আলী গাজীর ছেলে আরিফুল (২২) বরিশাল পটুয়াখালী উপজেলার আব্দুল কাদের হাওলাদারের ছেলে আল-আমিন (২৫) সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার আববাচ্ছতুল্লার ছেলে মোকছেদ আলী (৩০)।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, ভারতে পাচার শিকার বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোটথানায় হস্তান্তর করা হয়েছে।

 

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া  জানান,ভারতে পাচারের শিকার বাংলাদেশিদের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

Please follow and like us: