আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমিকদের অধিকার নিশ্চিতে সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি।
বাংলাদেশে এবারের প্রতিপাদ্যের বিষয় হলো ‘শ্রমিক মালিক ঐক্যগড়ি, উন্নয়নের শপথ করি।’
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় দিন পয়লা মে আজ। আট ঘণ্টা কাজের দাবিতে এবং দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা।
শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভসমুদ্রে। পুলিশের গুলিতে প্রাণ হারান কমপক্ষে ১০ শ্রমিক। বিক্ষোভ সারাবিশ্বে ছড়িয়ে পড়লে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। তীব্র আন্দোলনে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।
১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পয়লা মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই সারাবিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে দিনটিকে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে মহান মে দিবস।
রাষ্ট্রীয়ভাবে মহান মে দিবস উদযাপনে প্রতিবছরের মত এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।