ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল গত রাত থেকেই বন্ধ ছিল। প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে কুয়াশা কিছুটা কমে এলে শুরু হয় ফেরি চলাচল। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে দৃষ্টিসীমা কমে এলে দুর্ঘটনার আশঙ্কায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটে দায়িত্বরত কর্মকর্তা ফারুক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: