নাগরিকরা তথ্য দিতে পারবেন মোবাইল অ্যাপেই: ডিএমপি কমিশনার

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক:  মোবাইল অ্যাপ ব্যবহার করে এখন থেকে নাগরিকরা নিজেদের মোবাইল ফোনেই পুলিশকে নাগরিক তথ্যভাণ্ডারের প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন। বাড়ির মালিক, ভাড়াটিয়া ও মেস সদস্যদের তথ্য নিবন্ধনের জন্য ঢাকা মহানগর পুলিশ সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (সিআইএমএস) মোবাইল অ্যাপ চালু করেছে।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, “বর্তমানে ৭২ লাখের বেশি নাগরিকের সিআইএমএস ডেটাবেইজ পুলিশের সংগ্রহে আছে। অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করলে পুলিশের কাজ অনেক কমবে।”গুগল প্লেস্টোরে সিআইএমএস ডিএমপি লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করা যাবে। “সেখানে নাগরিকের মোবাইল নম্বর দিলে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোড দিয়ে লগইন করা যাবে।

নাগরিক তখন তার সমস্ত ডেটা দিয়ে সাবমিট করলে একজন অফিসার ভিউতে ওকে করলে ওই নাগরিকের ডেটা দেখতে পারবেন।”

নাড়গরিকের দেওয়া তথ্য অসম্পূর্ণ থাকলে তা তার ইমেইল ঠিকানায় তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান আছাদুজ্জামান মিয়া।

অ্যাপের পাশাপাশি আগের মতো নির্ধারিত ফরমেও নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

Please follow and like us: