জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে যোগ দিতে ৮ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার বিকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আবুধাবির উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।ট্রানজিট শেষে, ২২ সেপ্টেম্বর ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের পথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন।
এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ২৪ সেপ্টেম্বর তিনি লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
Please follow and like us: