‘ঠাকুর শান্তি পুরস্কার ২০১৮’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্কঃ

আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শনিবার নয়াদিল্লিতে ‘ঠাকুর শান্তি পুরস্কার ২০১৮’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবি’র।

তাজমহল হোটেলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এ পুরস্কারে ভূষিত করে কলকাতার এশিয়াটিক সোসাইটি।

সংস্থার সভাপতি অধ্যাপক ইসা মোহাম্মদ প্রধানমন্ত্রী হাসিনার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক ড. সত্যব্রত চক্রবর্তী।

অতীতে প্রখ্যাত বিশ্ব নেতা নেলসন মেন্ডেলা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো ব্যক্তিরা এ পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্মানে একটি মানপত্র পাঠ করা হয়।

এতে বলা হয়, ‘মানবিকতা ও শান্তির প্রতি অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠাকুর শান্তি পুরস্কার ২০১৮ প্রদান করতে পেরে এশিয়াটিক সোসাইটি সম্মানিত।’

প্রধানমন্ত্রী হাসিনা পুরস্কার গ্রহণের পর তা নিজের দেশের জনগণের প্রতি উৎসর্গ করে বলেন, বাংলাদেশের মানুষ এ সম্মান পাওয়ার উপযুক্ত কারণ তারা ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা এখন সরকারি সফরে ভারতে আছেন। তিনি নয়াদিল্লিতে দুই দেশের মধ্যকার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেয়া ছাড়াও ৩-৪ অক্টোবর বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজনে ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

Please follow and like us: