একাত্তর ডেস্ক : স্বপন ভট্রাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ। সোমবার রাত ৯ টায় চার নং এমপি হোস্টল তেজগাঁ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যশোর জেলা কমিটির সভাপতি মোঃ কামাল যুগ্ম সম্পাদক জি এম ওবায়দুল ইসলাম অভি।
যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ স্বপন ভট্টাচার্যকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় কালে অারো উপস্তিত ছিলেন,
মনিরামপুর উপজেলার শ্যামকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুুজ্জামা ন মনি, ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান অাব্দুর রাজ্জাক, মশ্নিন নগর ইউনিয়নের চেয়াাারম্যান অাবুল হোসেন, ডা: মো: ইউসুব অালি শ্যামকুর ইউনিয়ন যুবলীগের সাাাধারন সম্পাদক অহেদুুল ইসলাম।
Please follow and like us: