একাত্তর ডেস্ক : বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাহে এক অভিজাত হোটেল মৌলি রেস্তোরাঁয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং প্রতিস্ঠাতা সাধারন সম্পাদক জাকির হোসেন বাদলের উপস্থাপনায় অনুস্ঠিত হয়।
উক্ত সভায় আগামী ২৫শে জানুয়ারী প্রতিস্ঠা বার্ষিকী ও মাননীয় পররাস্ট্রমন্ত্রী ড.এ,কে মোমেন সাহেবকে সংবর্ধনার পরিকল্পনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। জরুরী সভায় আরও ছিলেন বঙ্গববন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি আব্দুল কুদ্দুস, কবি শাহজাহান ভুইয়া, আবু তাহের,আক্তার হোসেন,মুকুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম বুলবুল,ঢাকা মহানগরের ভার প্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ আরিফ আহম্মেদ,শাহের খান,রুহুল আমীন,মহিলা সম্পাদিকা ডাঃ তাহমিনা,যুগ্ম মহিলা সম্পাদিকা নূরুসসাবা পূর্নিমা,তথ্য ও গবেষণা সম্পাদক শেখ বিপ্লব, যশোর জেলা কমিটির সভাপতি মোঃ কামাল হোসন, সহ- সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম সহ স্ংগঠনের ৪০ জন নেত্রীবৃন্দ উপস্হিত ছিলেন।