বেনাপোলে ২কেজি ওজনের ২৪টি স্বর্নের বারসহ ১জন গ্রেফতার -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহমমেদ,বেনাপোল : বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট হতে ২ কেজি ওজনের ২৪ টি স্বর্ণের বারসহ বাকি বিল্লাহ(২৬) নামে এক স্বর্ণচোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর) আমড়াখালী চেকপোষ্টের সামনে একটি লোকাল বাস তল্লাশীকালে আটককৃতের দেহ তল্লাশী করে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়। আটককৃত বাকি বিল্লাহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আঃ ওয়াহাবের ছেলে।

 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ নায়েক শাহজাহান আলী এবং সিপাহী জহির মাতব্বর আমড়াখালী চেকপোষ্টের সামনে একটি লোকাল বাস নিয়মিত তল্লাশীকালে সন্ধেহভাজন বাকি বিল্লাহ নামের ১ জন ব্যক্তির দেহ তল্লাশী করে তার শরীরে স্বর্ণের অস্তিত্ব টের পায়। পরবর্তীতে তাকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশী করে তার প্যান্টের ভিতরে কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ টি বিভিন্ন আকারের ২ কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া যায় এবং তৎক্ষনাৎ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Please follow and like us: