শার্শা বিউটি পার্লার এ্যাসোসিয়নের সভাপতি হীরা সম্পাদক স্মৃতি -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় উইমেন্স বিউটি পার্লার এ্যাসোসিয়েশনের সভাপতি উন্মে কুলসুম  হীরা ও সম্পাদক সানজিদা ইসলাম স্মৃতি নির্বাচিত  হয়েছেন।

 

সোমবার(০৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় বেনাপোল রহমান চেম্বারে এক আলোচনা সভায় ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন হয়।

সভাপতি হীরা বেনাপোল বিউটি পার্লারের সত্তাধিকারী। সম্পাদক স্মৃতি গ্লামার টার্স বিউটি পার্লারের সত্তাধিকারী।

 

যশোর উইমেন্স বিউটি পার্লার এ্যাসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহামুদ রেখার সভাপতিত্বে

আলোচনা সভায় প্রধান অতিথীর  বক্তব্য রাখেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।  বিশেষ অতিথী জেলা উইমেন্স বিউটি পার্লার এ্যাসোসিয়েশনের উপদেষ্টা  শাকের আলী, বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান,সেক্রেটারী বজলুর রহমান ও রহমান চেম্বারের সত্তিধিকারী ও নারী উদ্যোক্তা সাহিদা রহমান সেতু।

আলোচনায় অতিথীরা বলেন, এখন বিউটি পার্লার দেশে  শিল্প হিসাবে পরিচিত। নারীদের সৌন্দর্য বিকাশে যেমন বিউটি পার্লারগুলো কাজ করছে তেমনি অনেকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। ব্যবসার পাশাপাশি সেবা মুলক মনভাব নিয়ে রুপ চর্চার ক্ষেত্রে  মান সম্মত উপপকরণ ব্যবহার করে এ ব্যবসা পরিচালনা করবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন সবাই।

Please follow and like us: