ঝিনাইদহ কালীগঞ্জে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

রিফাত আরেফিন, সিহাব :

কালীগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে আরও একজন মারাগেছেন। এ নিয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় ১১ জন মারাগেলেন। দুর্ঘটনার পরপরই ১০ জন প্রাণ হারিয়েছিলেন। এদিকে যে ১১ জন প্রাণ হারিয়েছেন, তার মধ্যে সাতজনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই মোস্তাফিজুর রহমান কল্লোল (২৫),কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের রনজিত দাসের ছেলে সনাতন দাস (২৫), ঝিনাইদহ সদরের নাথকুন্ডু গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইউনুস আলী (৩২), শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মৃত মহরম বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ (৭৫), চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের জান্নাতুল বিশ্বাসের ছেলে ওয়ালিউল আলম শুভ (২৫), উপজেলার হরিন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুনর রশিদ সোহাগ (২৪),গাড়িচালক ও কোটচাঁদপুরের উজ্জ্বল হোসেন।

এদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই মোস্তাফিজুর রহমান কল্লোলকালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের ইছাহক মন্ডলের ছেলে। তিনি যশোর থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিলেন।তবে তার আগেই তিনি প্রাণ হারান।

বুধবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার এলাকায় আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সকলের মরদেহ বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় হয়েছে। যাদের পরিচয় পাওয়াগেছে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

 

উল্লেখ্য, বুধবার গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-গ-১১০২১৪) যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের কাছে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝায়  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার ওপর  উল্টে যায়। বাসের  যাত্রীরা জানান, বাসটি যশোরের দিক থেকে কুষ্টিয়া যাচ্ছিলো। চালক  বাসটি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে।এ অবস্থাতেই দুর্ঘটনাটি ঘটে।

 

Please follow and like us: