অামার চাচারা কোন অাশায় গেছেন জানিনা ; প্রধানমন্ত্রী

http://www.71news24.com/2019/03/18/1128

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে নির্বাচন। আর এখন তো আমার বড় চাচারা, বুড়া চাচারাও অনেকেই চলে গেছেন অন্যদিকে। আমাদের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। কোন আশায় কী আশায় গেছেন জানি না।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় অবসরপ্রাপ্ত ৮৮ পুলিশ কর্মকর্তা নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি সমর্থন জানাতে গণভবনে গেলে তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “উনি একসময় তো ছিলেন, আর এখন তো একেবারে নৌকা থেকে নেমে ধানের গোছা নিয়ে নেমে পড়েছেন। সেখানে গেছেন কোন আশায় জানি না? কোন মরীচিকার পেছনে ছুটলেন? তাও বলতে পারব না।”

“দুঃখ হয় যে-এরা আজ ওই যুদ্ধাপরাধী-স্বাধীনতাবিরোধী, যাদের বিচার করলাম, তাদের সঙ্গে হাত মিলিয়েছে-এটিই হচ্ছে সব থেকে লজ্জার এবং সব থেকে ঘৃণার। তাদের সঙ্গে আজ হাত মিলিয়ে আমাদের সরকার উৎখাত করবে, সরকারও নাকি গঠনই করে ফেলবে,” যোগ করেন প্রধানমন্ত্রী।অামার চাচারা

Please follow and like us: